মনের ভাষা গণিত
গণিত মানেই কি কেবল ভারী চশমা পরা গুরুগম্ভীর মানুষের জটিল হিসাব নিকাশের বিষয়? নাকি এর সাথে সম্পর্ক রয়েছে শিল্পকলারও? প্রথম বিবেচনায় মনে হতে পারে গণিত এবং শিল্পকলা দুইটা দুই মেরুর বিষয়। গণিতের কাজ হিসাব, যুক্তি আর প্রমাণ নিয়ে যেখানে শিল্পকলা হলো আবেগ, অনুভূতি, সৃজনশীলতা আর নান্দনিকতার বাহার। কিন্তু এই দুটো বিষয়ের মধ্যে বিদ্যমান সম্পর্ক আমাদের অনুমানের থেকেও গভীর।
গান শুনতে কিংবা ছবি আঁকতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। কিন্তু সেই তুলনায় গণিত পছন্দ করে এরকম মানুষ আবার হাতে গোনা। বরং বেশিরভাগ মানুষই গণিত থেকে যথা সম্ভব দূরত্ব বজায় রাখতে পারলেই যেন হাফ ছেড়ে বাঁচে। তাহলে কিভাবে গণিতের মতো (বেশিরভাগ মানুষের কাছে) অপ্রিয় আর ভীতিকর একটি বিষয় শিল্পকলার মতো সর্বজনগ্রাহ্য এবং সর্বজনবিদিত কোনো কিছুর সাথে সম্পর্কযুক্ত হতে পারে? একটু গভীরে তাকালেই আমরা এ দুটো বিষয়ের মধ্যে সূক্ষ সম্পর্কটা ধরতে পারবো। মহাবিশ্বের সবকিছু ব্যাখ্যা করার সবচেয়ে সুন্দর ভাষা হলো হলো গণিত। আর শিল্পকলা যদি হয় প্রকৃতি আর আমাদের আবেগ-অনুভূতি প্রকাশ করার সবচেয়ে সৃজনশীল মাধ্যম তবে গণিত এবং শিল্পকলা তো পরস্পর সম্পর্কযুক্ত হতেই হবে।
ছবিসূত্রঃ http://settheory.net/
#সংগৃহীত।

Nice one....that's so true ☺
ReplyDelete